ABP Ananda Live: ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর গড়ে ভাঙন। বিজেপি ছেড়ে হঠাৎ তৃণমূলে হলদিয়ার তাপসী মণ্ডল। ৫ বছরের মধ্যে ফের হলদিয়ার তাপসীর দলবদল। তৃণমূলে যেতেই তমলুকে বিজেপি কার্যালয়ে সরল তাপসীর পোস্টার। মিষ্টি খাইয়ে, ফ্লেক্স পুড়িয়ে উদযাপন বিজেপির। সভানেত্রীর পদ হারাবে বুঝেই দলত্যাগ, দাবি শুভেন্দুর। পদ্ম ছেড়ে জোড়াফুলে এসেই তাপসীর নিশানায় তমলুকের সাংসদ। (বাইট--কোণঠাসা করতেই অভিজিৎকে প্রার্থী করা হয়েছিল। ভোটের ১ বছর আগে ফের বঙ্গ বিজেপিতে ভাঙন। একে একে ৭৭ থেকে বিধায়ক কমে ৬৫। পূর্ব মেদিনীপুরে বিজেপির কোর কমিটির সদস্যেরও দলত্যাগ। হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক! নবান্নে প্রায় আধঘণ্টা কথা। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগে নালিশ। জল্পনা বাড়িয়ে হঠাৎ মমতার কাছে নৌশাদ। সেটিংয়ের তত্ত্ব শুভেন্দুর।