¡Sorpréndeme!

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি, কটাক্ষ শুভেন্দুর

2025-03-10 0 Dailymotion

ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিকেল সাড়ে ৪টায় নবান্নে নৌশাদ, সাড়ে ৫টায় সাক্ষাৎ। প্রায় ২৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদ সিদ্দিকের বৈঠক। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । মমতার কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ নওশাদের । ISF বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর: সূত্র। 




 তৃণমূলে যোগ হলদিয়ার BJP বিধায়ক তাপসী মণ্ডলের ! CPM বিজেপি হয়ে ২৬-র আগে এবার ঘাসফুলের জমিতে..



২৬-এর আগে শুভেন্দুর জেলায় বিজেপিতে ফের ভাঙন ! ফের দলবদল করতে চলেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল? জল্পনা কাটিয়ে অবশেষে  তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক । সিপিএম বিজেপি হয়ে এবার ঘাসফুলের জমিতে তাপসী মণ্ডল।

ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন!

তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন,  আমি দেখলাম যে, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।'