¡Sorpréndeme!

Ananda Sakal : এবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভোটার তালিকায় মিলল ১৯ জন মৃত ভোটারের নাম

2025-03-08 0 Dailymotion

Ananda Sakal : এবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভোটার তালিকায় মিলল ১৯ জন মৃত ভোটারের নাম। দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। 'মৃতদের পরিবারের তরফে জানানো হলেও কেন কাটা হয়নি নাম ?' কেউ মারা গেছেন ৭ বছর আগে, কেউ ৪ বছর আগে, কেউ ৩ বছর আগে। তবুও জ্বলজ্বল করছে ভোটার তালিকায় তাঁদের নাম !