¡Sorpréndeme!

শুনতে না পেলেও কথা বলতে পারেন! ঠোঁটের নড়াচড়া বুঝে জীবনের পথে এগিয়ে চলেছেন ওলি

2025-03-07 2 Dailymotion

সমাজের অনন্যাদের মধ্যে অন্যতম এক সাহসী নারী ওলি মিশ্র। যাঁর জীবনের শুরুটাই হয়েছিল লড়াই দিয়ে। প্রতিবন্ধকতাকে জীবনের চলার পথে কখনও বাধা হয়ে দাঁড়াতে দেননি নরেন্দ্রপুরের ওলি মিশ্র। পাটনায় জন্ম হয় তাঁর, সেখানেই বেড়ে ওঠা। জন্ম থেকেই মূক ও বধির ওলি। তবে তাঁর অদম্য শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতাও। শুনতে না পেলেও কথা বলতে পারেন ওলি। সমাজের অবহেলায় দমে না গিয়ে চালিয়ে গিয়েছেন লড়াই। নারী দিবসে ওলিকে কুর্ণিশ ওয়ান ইন্ডিয়া বাংলার

~ED.1~