প্রথম থেকেই বিরোধীরা মহাকুম্ভ নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। সমাজবাদী পার্টি একের পর এক বিবৃতি দিয়েছে। বিরোধীরা যেসব ভাষা প্রয়োগ করছেন তা সভ্য সমাজে একেবারেই চলে না। লালু প্রসাদ যাদব কুম্ভকে ফালতু বলেছেন! এঁদের আরও এক সঙ্গী আরও ১ কাঠি উপরে গিয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বানিয়ে দিয়েছেন! সনাতনের এই মহা আয়োজন করা কি অপরাধ? মহা কুম্ভ প্রসঙ্গে তৃণমূল সহ অন্যান্য দলের মন্তব্যের কড়া সমালোচনা করলেন যোগী আদিত্যনাথ।
~ED.1~