¡Sorpréndeme!

National Birds Day 2024: উড়তে দিন, পাখি দিবসের গুরুত্ব জানুন

2024-01-05 5 Dailymotion

আজ জাতীয় পাখি দিবস। প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি পাখি। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে যেমন পাখির ডাকে ঘুম ভাঙে, তেমনি তাদের রংবেরংয়ের ডানাও মন কেড়ে নেয় মানুষের। পাখির অদ্ভুদ সৌন্দর্যের পাশাপাশি বাস্ততন্ত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাস্তুতন্ত্র কার্যত অচল পাখি ছাড়া।