Indian Navy পাঠাল INS Chennai-কে আরব সাগরে অপহৃত জাহাজের সাহায্যে
2024-01-05 0 Dailymotion
আরব সাগরে সোমালিয়া উপকূলের কাছে যে জাহাজটি হাইজ্যাক করা হয়েছে, সেখানে ১৫ জন ভারতীয় রয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই এবার রণতরী পাঠানো হচ্ছে দিল্লির তরফে। হাইজ্যাক হওয়া জাহাজটির উপর নজর রাখতে রণতরী আইএনএস চেন্নাইকে পাঠানো হচ্ছে।