¡Sorpréndeme!

Israel-Hamas War: হামাসের হামলার কথা আগেই জানত ইজরায়েল?

2023-12-01 4 Dailymotion

ইজরায়েলে হামলা চালাতে পারে হামাস। ৭ অক্টোবর ইজরায়েলে হামলার আগে একটি চিঠি হাতে আসে আইডিএফের। হামাস হামলা চালাতে পারে বলে ইজরায়েলের সেনা কর্তারা যে চিঠি হাতে পান, তাতে কার্যত গুরুত্ব দিতে নারাজ ছিল নেতানিয়াহু সরকার। হামাস এত বড় মাপের কোনও হামলা চালাতে পারে, এমন হুমকি অগ্রাহ্য করা হয় ইজরায়েলের তরফে। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।