¡Sorpréndeme!

Israel-এ Hamas-এর হামালায় 'বিস্মিত' গিয়েছে বিশ্ব

2023-10-17 1 Dailymotion

ইজরায়েলের পাশে দাঁড়াল ব্রিটেন। ঋষি সুনক বলেন, ইজরায়েলে হামলা চালিয়ে হামাস ১৪০০ মানুষকে হত্যা করেছে। হামাসের হামলায় আহত প্রায় সাড়ে তিন হাজার। হামাসের ওই হত্যালীলা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ইজরায়েলে হামাসের হামলায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।