¡Sorpréndeme!

Hamas ১৯৯ জন পণবন্দিকে নিয়ে গিয়েছে, দাবি Israel সেনার

2023-10-16 5 Dailymotion

ইজরায়েলের ১৯৯ জনকে অপহরণ করে তাদের নিয়ে গিয়েছে হামাস। এমনই দাবি ইজরায়েলি সেনার। ইজরায়েলের সেনার দাবি, ১৯৯ জনকে অপহরণ করে গাজায় লুকিয়ে রেখেছে হামাস। সেই তথ্য হাতে আসার পর অপহৃত ১৯৯ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অপহৃতদের পরিবারকে সমস্ত ধনের সাহায্য করা হচ্ছে বলেও জানায় ইজরায়েল সেনা।