¡Sorpréndeme!

Israel-Hamas War: ইজরায়েলের কূটনীতিকের উপর হামলা চিনের রাস্তায়

2023-10-13 2 Dailymotion

ইজরায়েলের কূটটনীতিকের উপর চলল হামলা। তাও বিদেশে। চিনে ইজরায়েলের দূতাবাসে কর্মরত এক কূটনীতিকের উপর হামলা চালিয়ে তাঁকে ছুরিবিদ্ধ করার খবর মিলছে। বেজিংয়ে ইজরায়েলের যে দূতাবাস রয়েছে, সেখানে কর্মরত কূটটনীতিকের উপর হামলা চালানো হয় বলে খবর।