গণপতি আবাহন করলেন শাহরুখ খান। মুম্বইতে শাহরুখের মন্নতে গণেশ পুজো করেন কিং খানরা। গণপতি সবাইকে সুস্বাস্থ্য দান করুন। গণপতির আশীর্বাদে প্রত্যেকের জীবন ভর উঠুক সুখ, সমৃদ্ধিতে। এমনই আশা প্রকাশ করেন শাহরুখ খান।