ফের একসঙ্গে বলিউডের সবচেয়ে বড় গার্লস গ্যাং। করিনা কাপুর খানের হাউস পার্টিতে হাজির মালাইকা অরোরা, অমৃতা অরোরা, করণ জোহর, নাতাশা পুনাওয়ালারা। করিনা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একের পর এক ছবি শেয়ার করেন হাউস পার্টির।