Himachal Pradesh: বৃষ্টির তোড়ে বাড়িঘর থেকে মন্দির, ধসে বিপর্যস্ত হিমাচল
2023-08-14 1 Dailymotion
হিমাচল প্রদেশে বিপর্যয় কার্যত থামার নাম নিচ্ছে না। রবিবার থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে কখনও মন্দির ভেঙে পড়ছে শিমলায়, আবার কখনও ধসের জেরে আটকে পড়েছে রাস্তা। হিমাচল প্রদেশের বিপর্যয় নিয়ে এবার চিন্তিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু।