গোটা উত্তর ভারত জুড়ে জোরদার বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টির জেরে উত্তর ভারতে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, গত সপ্তাহ থেকে এই পর্যন্ত হিমাচল প্রদেশে ৮০ জনের মৃত্যু হয়েছে বৃষ্টির জেরে।