Falaknuma Express-এর ৩টি কোচে আগুন, জ্বলল দাউ দাউ করে
2023-07-07 3 Dailymotion
হঠাৎ আগুন ধরে গেল ফলকনুমা এক্সপ্রেসে। তেলাঙ্গানার বোম্মাইপল্লী এবং পাগিডিপল্লীর মাঝে ফলকনুমা এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয় আগুনের জেরে। S4, S5, S6, ফলনুমা এক্সপ্রেসের এই তিনটি কোচে পরপর আগুন ধরে যায় বলে খবর।