হু হু করে দাম বাড়ছে টমেটোর। বেঙ্গালুরুতে বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে টমেটো। বেঙ্গালুরুর পাশাপাশি হায়দরাবাদেও ক্রমাগত দাম বাড়ছে টমেটোর। ফলে রান্নাঘরের এই অপরিহার্য সবজিকে পরিহার করতে হচ্ছে মধ্যবিত্তকে।