বিয়ের পর ১৮ জুন রাতে বসে করণ দেওল এবং দৃশা আচার্যের রিসেপশন। করণ-দৃশার গ্র্যান্ড রিসেপশনে হাজির হন একের পর এক বলিউড তারকা। সলমন খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রত্যেকে হাজির হন সানি-পুত্রের জীবনের বিশেষ দিনে।