সলমন খানকে হুমকি চিঠির অভিযোগে এবার লুক আউট সার্কুলার জারি করল পুলিশ। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে সলমন খানকে যে হুমকি চিঠি পাঠানো হয় সম্প্রতি, প্রেরকের খোঁজ পেয়ে এবার তাঁর বিরুদ্ধে জারি করা হল লুক আউট সার্কুলার।