পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে। মৌসম ভবনের তরফে ফের জারি করা হল সতর্কতা। এসবের পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ, মধ্য এবং পূর্ব ভারত, গুজরাটের বেশ কিছু অংশ এবং মহারাষ্ট্রও পুড়বে গরমে।