লোকসভার সদস্য হিসেবে \'ডিসাকোয়ালিফাই\' করা হল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। অর্থাৎ তাঁর লোকসভার সদস্যপদ খারিজ করা হল। রাহুল গান্ধীর বিরুদ্ধে হওয়া \'ক্রিমিনাল ডিফামেশন\' মামলা করায় তাঁর লোকসভার সদস্য পদ খারিজ করা হয়।