বাজে কদমতলা ঘাটে ১০ জানুয়ারি গঙ্গা আরতি করতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়, গ্রেফতার করা হয়েছিল ৮২ জনকে। আগেই ব্যাঙ্কশাল আদালতে ৪২ জনের জামিন মেলার পর মঙ্গলবার জামিন মেলে আরও ১১ জনের। যদিও এই মামলায় এখনও জামিন বাকি রয়েছে ২৯ জনের।