¡Sorpréndeme!

কুন্তলের ঘনিষ্ঠ? ইডির নজরে এবার প্রিয়াঙ্কা সরকার

2023-03-14 46 Dailymotion

বনি সেনগুপ্ত, কৌশানীদের পর টলিউডের ইডি তালিকায় এবার প্রিয়াঙ্কা সরকারের নাম। বিভিন্ন ভিডিয়ো-ছবি থেকে স্পষ্ট কুন্তল ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা। বিভিন্ন সময়ে কুন্তল-প্রিয়াঙ্কার টাকার লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে বলেও ইডি সূত্রের খবর। প্রিয়াঙ্কার কাছেও কি তাহলে ইডির তলব যাবে? প্রিয়াঙ্কার সঙ্গে এই নিয়ে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন তোলেননি। প্রিয়াঙ্কা কথা না বললে আপাতত বহু কিছুই অনুমান সাপেক্ষ। ইডি মারফত আরও বিস্তারিত তথ্য না জানতে পারলে এই ধোঁয়াশা কাটবে না।