বাস্তবে একই ছবি দেখা যাচ্ছে হুগলির শেওড়াফুলির মাছ বাজারে। সেখানে রোজই দেখা মিলবে তাঁর। এক পা ছড়িয়ে বসে তিনি এক মনে কেটে চলেছেন মাছ। খদ্দেরদের দাম বলছেন। মাছ কেটে ধুয়ে তুলে দিচ্ছেন হাতে হাতে।