সোমবার সকালে লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে হানা সিবিআইয়ের। ১২ ঘন্টা তল্লাশির পাশাপাশি ঘন্টার পর ঘন্টা চলে রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ। এই সিবিআই হানা নিয়ে বিহারের পাশাপাশি বঙ্গেও উত্তপ্ত রাজনৈতিক পারদ।