কলকাতা হাইকোর্টে আবেদন খারিজের পরেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা। অনুব্রতর জন্য বাহিনী দিতে পারবে না, ইডিকে চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য পুলিস। হাত তুলে নিল ইডিও। যেভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে আসা হয়েছিল, সেভাবে অনুব্রতকেও আনতে হবে। আসানসোল জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিল ইডি।