¡Sorpréndeme!

মঞ্চে ফিরল ‘দীক্ষামঞ্জরী’, ধ্রুপদী নৃত্যে নজর কাড়লেন ডোনা

2023-03-05 32 Dailymotion

কলকাতা জাদুঘরে হোলির জন্য বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দু’দিনের নাচের কর্মশালা করিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়েই রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান করলেন ডোনা। তাঁর কথায়, “হোলি সবার জন্য, হোলিতে নাচ করার জন্য তালিম নিতে হয় না। সবাইকে নিয়েই এই অনুষ্ঠান আমরা করি।”