সোনিয়া গান্ধীর শরীর ভাল নেই। বেশ কয়েক মাস ধরেই শরীর ভাল নেই সোনিয়ার। কয়েকদিন আগে রায়পুরে কংগ্রেসের প্লেনারিতে বলতে গিয়ে কার্যত অবসরের কথাই বলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তারপরই ফের অসুস্থ কংগ্রেস নেত্রী।