মঙ্গলবার সেই বিভাস অধিকারীকে নিয়ে ইডি তল্লাশি চালায় শিয়ালদহের কার্তিক বোস স্ট্রিটে তাঁর ফ্ল্যাটে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির মূল আখড়া ছিল এই ফ্ল্যাট। এই অফিস থেকেই হত নিয়োগ দুর্নীতির সমস্ত লেনদেন। যদিও এদিন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিভাস অধিকারী দাবি করেন, তাঁদের আশ্রমকে কালিমালিপ্ত করার জন্য এটা চক্রান্ত।