¡Sorpréndeme!

Telangana-য় মেডিকেল ছাত্রীকে খুন করা হয়েছে, দাবি

2023-02-27 1 Dailymotion

ফের আত্মহত্যা  মেডিকেল ছাত্রীর। এবার র্যাগিংয়ের অভিযোগে আত্মহত্যা করলেন তেলাঙ্গানার মেডিকেলের এক পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, তেলাঙ্গানার কাকাতিয়া মেডিকেল পড়ুয়া ডি প্রীতিকে হেনস্থা করেন কলেজের সিনিয়ররা। কলেজের সিনিয়রদের র্যাগিংয়ের জেরেই বছর ২৬-এর ডি প্রীতি আত্মহত্যা করেন বলে খবর।