এবার খোঁজ পাওয়া গেল হৈমন্তী গাঙ্গুলীর আগামী ছবির। হৈমন্তীর আপকামিং ছবি দ্য গাটস। ছবির পরিচালক কিংশুক দে, প্রযোজক সুব্রত নন্দী, ক্রিয়েটিভ ডিরেক্টর সংযুক্তা দে। হৈমন্তী সম্পর্কে তাঁদের কাছেই খোঁজ নিলাম আমরা।