এমিরেটসের বিমানে ভ্রমণের সময় মাঝ আকাশেই খেতে বসেন মিমি চক্রবর্তী। এমিরেটসের দেওয়া খাবার থেকে যখন ক্রঁসো তুলে খাচ্ছিলেন মিমি, সেই সময় সেখানে মেলে চুল। যা দেখে কার্যত ক্ষেপে যান তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী।