¡Sorpréndeme!

SHIV PURAN BENGALI ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবির্ভাব ! who is the father of vishnu

2023-02-20 14 Dailymotion

উল্লেখযোগ্য সংস্করণগুলোর মধ্যে দক্ষিণ ভারতে প্রচলিত সাতটি অধ্যায়,
অন্যস্থলে ছয়টি অধ্যায়,
দক্ষিণ এশিয়ার বাংলা অঞ্চলে প্রচলিত পূর্বখণ্ড ও উত্তরখণ্ড নামক অধ্যায়বিহীন দুটি অংশ দেখা যায়।
অধ্যায়যুক্ত দুটি সংস্করণের মধ্যে কিছু সাদৃশ্য ও কিছু বৈসাদৃশ্য বিদ্যমান।
অন্যান্য হিন্দু শাস্ত্রগ্রন্থ পুরাণের ন্যায় শিবপুরাণও দীর্ঘদিন ধরে সম্পাদিত ও পুনঃপুন লিখিত হয়েছে।
ক্লাউস ক্লস্টেরমাইয়ের এর মতে সবচেয়ে পুরনো লিপিগুলো দশম-একাদশ শতকে রচিত।
বর্তমানে প্রচলিত শিবপুরাণের কিছু অধ্যায় চতুর্দশ শতকের পরবর্তীকালের রচনা বলে মনে করা হয়।
শিবপুরাণের বিষয়াবলির মধ্যে শিবসংক্রান্ত ঘটনাবলি, সৃষ্টিতত্ত্ব, পৌরাণিক উপাখ্যান, দেবদেবীর সম্পর্ক, নীতিকথা, যোগ, তীর্থস্থান, ভক্তি, নদী, ভূগোল প্রভৃতি উল্লেখযোগ্য।
দ্বিতীয় সহস্রাব্দের শুরুর দিকে শিবের উপাসনা এবং ঐতিহাসিক তথ্যাবলির এক গুরুত্বপূর্ণ উৎস শিবপুরাণ।
শিবপুরাণের প্রাচীনতম অংশগুলোয় অদ্বৈত বেদান্ত মতের দার্শনিক চিন্তার ছাপ পাওয়া যায় যা অনেকাংশে ভক্তির সঙ্গে সম্পর্কযুক্ত
Puranas,
Mahadev,
Tandava,
Lingam,
Nandi,
Parvati,
#Kailash,
#Moksha,
#Jyotirlinga,
#Mahashivratri,
#Nataraja,
শিব পুরান হিন্দু বিশ্বাসে এক মহত্বপুর্ন যায়গা দখল করে আছে। শিব পুরান মূলত দেবাদীদেব মহাদেব এর আবির্ভাব বৃত্যান্ত বর্নিত হয়েছে। জন্মদাতা বিষ্ণু, পালন কর্তা ব্রহ্মা এবং বিনাশের কর্তা শিব। তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন জনের আধার কিন্তু সেই একজনই , তিনি দেবাদিদেব মহাদেব। শিব নিরাকার , সাধারন জলেই তিনি তুষ্ট হন জলেই হয় তার পুজা। লিঙ্গ আকারে তার পূজার্চনা । কেউ মাটির কেউ পাথরের কেউ কেউ ধাতুর আকার দিয়েই পূজা আর্চা করেন। আশু সমুহ বিপদের তিনি একমাত্র রক্ষাকর্তা , পরিত্রাতা।
সবার মঙ্গল কামনা করেই আমার এই নিবেদন। দেবাদিদেব মহাদেবের কৃপায় সবার ভালোহোক। হর হর মহাদেব।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবির্ভাব,
Shiv Puran Bengali, Hinduism, Mythology, Lord Shiva, Deities, Spiritualism, Devotion, Worship, Karma, Sanskrit, Scriptures, Philosophy, Vedic Literature, Puranas, Mahadev, Tandava, Lingam, Nandi, Parvati, Ganesha, Kailash, Moksha, Jyotirlinga, Mahashivratri, Nataraja.