¡Sorpréndeme!

BBC-র অফিসে আয়কর হানা

2023-02-14 1 Dailymotion

মঙ্গলবার বিবিসির দিল্লি অফিসে হানা দেয় আয়কর দফতর। সূত্রের তরফে মিলছে এমন খবর। মঙ্গলবার বেলা বাড়তেই দিল্লির পাশাপাশি বিবিসির মুম্বইয়ের অফিসেও হানা দেয় আয়কর দফতর। জানা যায়, সার্ভে করতেই বিবিসির অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হাজির হন।