মেদিনীপুরের জঙ্গলে ভয়াবহ আগুন, সিজুয়ার পর এ বার জ্বলছে দেলুয়া
2023-02-14 3 Dailymotion
গত দেড় সপ্তাহ ধরে আগুন জ্বলছে মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া, মুরাকাটা এলাকায়। মঙ্গলবার সেই আগুন ছড়িয়েছে দেলুয়া এলাকাতেও। এ ছাড়া ভাদুতলা, শালবনি এলাকার জঙ্গলেও আগুন লাগার ঘটনা ঘটেছে।