¡Sorpréndeme!

বুকে হেঁটে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

2023-01-31 0 Dailymotion

এটুকুই যা বাকি ছিল। রাজপথে ধর্না তো চলছিলই, এবার রাস্তায় নেমে বুকে হেঁটে প্রতিবাদে সামিল হলেন আপার-প্রাইমারি শিক্ষক নিয়োগ কাণ্ডে বঞ্চিতরা। আর আদালতে বিচারপতির মন্তব্য, বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা দোষী প্রমানিত বলে তাঁদের পোর্ট ব্লেয়ার পাঠিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে চাষবাস করবেন।