¡Sorpréndeme!

National Youth Day 2023: বিবেকানন্দের বাণীতে দৃপ্ত হোক মন

2023-01-11 11 Dailymotion

বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে পালিত হবে জাতীয় যুব দিবস। ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গোটা দেশ জুড়ে পালিত হয় যুব দিবস। তাই বলা হয়, মণীষিদের মৃত্যু হয় না, তাঁরা জগতের প্রত্যেক মানুষ এবং প্রাণীর মনে বিরাজ করেন।