শাহরুখ খানের পাঠানের চিত্রনাট্যে পরিবর্তন করতে হবে। পাঠানের চিত্রনাট্যে যেমন পরিবর্তন করতে হবে, তেমনি এই গানে বিশেষ করে বেশরম রংয়েও আনতে হবে পরিবর্তন। এমনই নির্দেশ দেওয়া হল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারপার্সন প্রসূন যোশীর তরফে।