¡Sorpréndeme!

কোভিড যুদ্ধের প্রস্তুতি, মহড়া দেশের অন্তত পাঁচশো হাসপাতালে

2022-12-28 1,508 Dailymotion

চিনে পরিস্থিতি আশঙ্কাজনক। দাবানলের থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভাইরাস। আতঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রেও। এই পরিস্থিতিতে সতর্ক ভারত। পঞ্চম ঢেউয়ের আগে ভারতে শুরু হয়ে গেল কোভিড যুদ্ধের মহড়া। এইমস-সহ দেশের অন্তত পাঁচশো হাসপাতালে হল ‘মক ড্রিল’। কোথায় কেমন পরিস্থিতি, কতটা প্রস্তুত হাসপাতালগুলো— খতিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকেরা। ভোপালে মহড়ায় খোদ মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী। কর্নাটকে ইতিমধ্যেই মজুত করা হল আট লক্ষেরও বেশি করোনা টিকা। যার মধ্যে রয়েছে বুস্টার ডোজ়ও। স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে মহড়া হয়েছে উত্তরপ্রদেশের ৭৫ জেলার ৪০০ সরকারি হাসপাতালেও।