¡Sorpréndeme!

বিরল অস্ত্রোপচারে সাফল্য

2022-12-27 0 Dailymotion

বিরল অস্ত্রোপচারে সাফল্য এনে ফের নজির গড়ল ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল। একপ্রকার ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করেন চিকিৎসক সুব্রত সাহু। ২ঘন্টার চেষ্টায় সফল হয় অস্ত্রোপচার। উদ্ধার হয় ৪৬ কেজির টিউমার। মরণাপন্ন রোগী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন। অস্ত্রোপচারে সাফল্য আসায় খুশি চিকিৎসকরাও।