¡Sorpréndeme!

ওজন প্রায় ৩৪০ কেজি, মৎস্যজীবীদের জালে বিরাট শঙ্কর মাছ

2022-12-22 1 Dailymotion

এক মৎস্যজীবীর জালে উঠে এল দৈত্যাকৃতি একটি শংকর মাছ। তার ওজন প্রায় ৩৪০ কেজি! বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহিশামারি এলাকায় ধরা পড়ে মাছটি। তার পর সেটি স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়।