¡Sorpréndeme!

এবার সিবিআই হেফাজত সুবীরেশের

2022-12-18 0 Dailymotion

৫ দিনের সিবিআই হেফাজতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। শনিবার সুবীরেশকে গ্রুপ সি মামলায় গ্রেফতারি দেখিয়ে হেফাজতে ৫ দিনের জন্য চায় সিবিআই। আদালতে সিবিআই আদালতে জানায়, এই মামলায় যে গুরুত্বপূর্ণ নথি উদ্বার হয়েছে, তার থেকে এই মামলাতেও সুবীরেশের যোগসূত্র পাওয়া গিয়েছে। সেইসব নথি সামনে রেখে তাঁকে জেরা করা প্রয়োজন।