¡Sorpréndeme!

হুইলচেয়ার নিয়ে আড়াই কিলোমিটার দৌড় বাবার, সময়ে হলে পৌঁছলেন ‘বিশেষভাবে সক্ষম’ রবিউল

2022-12-11 1,216 Dailymotion

সকাল সকাল হুইলচেয়ার সমেত গাড়ি ভাড়া করে পৌঁছেছিলেন বহরমপুর চুয়াপুর মোড়ে। সেখানে তখন তীব্র যানজট, দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও নড়ছে না গাড়ি। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, উপায়ান্ত না দেখে ছেলেকে হুইলচেয়ারে বসিয়ে ছুটতে থাকলেন বাবা। লক্ষ্য পরীক্ষাকেন্দ্র সরবাগান উচ্চ বিদ্যালয়।