টেট পরীক্ষায় দৃষ্টিহীন পরীক্ষার্থীর ‘রাইটার’ হলেন হুগলির স্কুলছাত্রী সাইওয়ানি
2022-12-11 262 Dailymotion
রবীন্দ্র ভারতী থেকে বাংলায় এমএ করেছেন এরশাদ করিম। হুগলির কামারপুকুরে বাড়ি এরশাদের। তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন। তাঁর টেট পরীক্ষার কেন্দ্র ছিল হুগলি উমেনস কলেজ। পরীক্ষার জন্য ‘রাইটার’ নিতে হয়েছে তাঁকে।