দিল্লি পুরনিগমের ভোটে জয়জয়কার আপের। বিজেপিকে পিছনে ফেলে দিল্লির পুরনিগমের ভোচে ১৩৪টি আসনে এগিয়ে যায় আপ। অন্যদিকে বিজেপির ঝুলিতে গিয়েছে ১০৪টি আসন। যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিরক জল্পনা।