সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে কখনও লঞ্চের স্টিয়ারিং হাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে, আবার কখনও ভাতের তালা হাতে নিয়ে গ্রামের মানুষের অসুবিধার কথা শোনেন তিনি। হিঙ্গলগঞ্জে গিয়ে এবার ফের মায়ের মত করে গ্রামের মানুষকে আগলে রাখার কথা বলেন।