¡Sorpréndeme!

শিয়ালদহে পাশাপাশি দু’টি ট্রেনে ধাক্কা, ট্রেন বাতিলের জেরে ভোগান্তি চরমে

2022-11-30 3 Dailymotion

বুধবার দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ রেলস্টেশনের কাছে পাশাপাশি ধাক্কা লাগল দু’টি ট্রেনের। শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি রেক কারশেডের দিকে যাচ্ছিল। ওই একই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। তবে সেই ধাক্কা বিশেষ জোরালো ছিল না বলেই দাবি করেছে রেল। রেলওয়ে সুত্রের খবর, সব মিলিয়ে ১৮টি লোকাল ট্রেন বাতিল। কোনও মেল এক্সপ্রেস বাতিল নয়। এখন থেকে ট্রেন স্বাভাবিক ভাবে চলবে বলে জানালেন সিপিআরও। কন্ট্রোলরুম জানিয়েছে, আর কোনও ট্রেন বাতিল হবে না।