¡Sorpréndeme!

বর্ধমান থেকে কাতারযাত্রা ফুটবলপ্রেমী বাঙালির, সঙ্গে ডাল-ভাত-আলুসেদ্ধ

2022-11-23 8 Dailymotion

কথায় বলে, উঠল বাই তো কটক যাই। তবে এটা কটক নয় কাতার। বর্ধমান থেকে সাড়ে চার হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিলেন ফুটবলপ্রেমী একদল বাঙালি। পড়ুয়া থেকে মাঝবয়সি সকলেই বিশ্বকাপ-জ্বরে কাবু। তাই সেই ‘জ্বর’ কমাতে তাঁরা সটান হাজির বিশ্বকাপের আঙিনায়। বাড়ির আনা চাল, ডাল দিব্যি ফুটিয়ে রসনা তৃপ্তি করছেন তাঁরা।