¡Sorpréndeme!

'ডিসেম্বরে শীত বেশি পড়বে'

2022-11-18 0 Dailymotion

এর আগে একাধিক জায়গা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী ডিসেম্বরেই এই সরকার লেমডাক সরকারে পরিণত হবে। এবার শুভেন্দুর সুরেই সুর মেলালেন সুকান্ত মজুমদার। ডিসেম্বর এলেই দেখা যাবে কার কাছে কতজন বিধায়ক থাকে। ডিসেম্বরে শীতটা খুব বেশিই পড়বে। আর তাতে সরকার কাঁপবে। মত রাজ্য বিজেপি সভাপতির।