¡Sorpréndeme!

‘রাজনীতির থেকেও মানুষের মূল্য বেশি’, গুজরাতে সেতু বিপর্যয়ে ব্যথিত মমতা

2022-11-02 1 Dailymotion

গুজরাতের সেতু বিপর্যয়ের ঘটনায় টুইট করে আগেই দুঃখপ্রকাশ করেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রাজনীতির থেকেও মানুষের জীবনের অনেক বেশি মূল্য।’’ একই সঙ্গে সরাসরি দাবি না জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, মোরবী সেতু বিপর্যয়ে কেন সিবিআই তদন্ত হচ্ছে না?